স্যাবাইনা (Sabina)
স্যাবাইনা (Sabina).
https://www.homeopathy247r.com/?post_type=product&p=16241&preview=true
www.homeopathy247r.com
#female#homeopathy
৩-৪ মাসে যাদের বাচ্চা নষ্ট হয় তাদের ক্ষেত্রে স্যাবাইনা ও সিপিয়া বেশি ব্যাবহুত হয়। অন্যান্য লক্ষণ দেখে ঔষধ দুটির পার্থক্য নির্নয় করতে হবে। ৬ মাসের পর বাচ্চা নষ্ট হয় সিকেলি কর, ভাইবারনাম।
অনেক সময় স্যাবাইনা দিয়ে ও পুরোপুরি রোগ আরোগ্য হয়না। তখন সহকারী বা সহযোগী ঔষধ হিসেবে সালফার, সোরিনাম, ফসফরাস প্রয়োগে অসমাপ্ত কাজ সমাপ্ত হয়।
স্যাবাইনার রোগীরা গর্ভবতি না হয়েও নিজেকে গর্ববতি মনে করে। পেটের মধ্যে বাচ্চা নড়ার অনুভব করে। থুজা ও ক্রোকাস স্যাটাইভাতে ও এই লক্ষণ আছে।
আরো দুটি ঔষধ অনুরুপ লক্ষণে আছে। এ মুহুর্ত মনে পডছেনা।
স্যার একবার বলেছিলো সিপিয়া সাত মাসে গর্ভপাত ঘটায়।৭ ম মাসটা সিপিয়া রোগির জন্য একদম বিপজ্জনক. সিপিয়া ৫ম থেকে ৭ম মাস)
স্যাবাইনাঃ
ধাতুগত লক্ষণঃ রক্ত প্রধান, গর্ভস্রাব প্রবণ ও রজঃস্রাব প্রবণ মহিলা, গেটেবাত।
মেজাজঃ সহজে রেগে যায়।
মায়াজমঃ এন্টিসাইকোটিক।
কাতরতঃ প্রথম শ্রেণীর গরম।
কিডনী, মূত্রথলি,জরায়ু, সরলান্র, মলদ্বার, রক্তক্ষরণ,ঋতু সংক্রান্ত, আচিল, টিউমার ইত্যাদি রোগ লক্ষণে ব্যবহৃত হয়।
সংক্ষেপে পৃষ্ঠদেশ হতে বস্তিকোটর পর্যন্ত এবং ত্রিকাস্থি ও বস্তিকোটরের মধ্যবর্তী এক হাড় থেকে অন্য হাড়ে ব্যথা যা ক্ষণে আসে ক্ষণে ছুটে যায়, রক্তস্রাব উজ্জল লালবর্ণের, অতিদুর্গন্ধময় জমাট রক্তখন্ড, স্রাব অতিশয় কালো বর্ণের, পানির মত পাতলা, কাপড়ে সাদা দাগ পড়ে যা ধুলেও যায় না,তৃতীয় মাসে গর্ভস্রাব, স্রাব সামান্য নড়াচড়ায় বৃদ্ধির আশাংকায় চুপ করে শুয়েই থাকে, গানবাজনা পছন্দ করে না ইত্যাদি লক্ষণ পাওয়া যায়।
ব্যতিক্রমধর্মী লক্ষণ হলোঃ
রক্তস্রাব ও বাতের ব্যথা এমন ভাবে পর্যায়ক্রমে আসে তা হলো বাতের ব্যথা থাকলে রক্তস্রাব থাকে না, আবার রক্তস্রাব থাকলে বাতের ব্যথা থাকে না।
বৃদ্ধিঃ পূর্ণিমায়, গরম ঘরে, সামান্য নড়াচড়ায়।
উপশমঃ ঠান্ডা ও নির্মল বাতাসে।
স্যাবিনা (SABINA).
কটি ও ত্রিকাস্থি (Sacrum coccyx) হতে মনিপুর(pubis) পর্য্যন্ত ,
যে কোন রোগের সংগে ব্যথা থাকে অত্যন্ত ।
ঋতু বা গর্ভসময়ে অতিশয় রক্তস্রাব,
প্রতি ৩য় মাসে গর্ভপাত হওয়া স্বভাব।
কতক সংযত রক্ত,কতকাংশ বা তরল ,
অতি অল্প সঞ্চালনে রুধির ধার হয় প্রবল।
গীতবাদ্যে বীতস্পৃহা ,বেড়ে যায় যাতনা ,
কবি বাচ্চু বলে ,জরায়ুর নানারোগে উৎকৃষ্ট স্যাবাইনা।
Sabina এই ঔষধটি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্যাবহার করা হয়।
Sabina এই ঔষধটি স্যাবাইনা নামক ঝুঁপি গাছের পাতা থেকে তৈরী।
Sabina এ্যান্টি -সাইকোটিক, সোরিক টিউবারকুলার ঐষধ।
Sabina : উৎস :উদ্ভিজ।
Sabina :ক্রিয়াকেন্দ্র : যে সকল মহিলদের ৩য় বা ৫ম মাসে গর্ভপাতে । স্ত্রীলোকের নিন্মপেটের যন্ত্রসমুহে জরায়ু, সরলান্ত্র, স্নয়ুসমুহ, ছোট ছোট সন্ধি, গোড়ালী।
Sabinaচরিত্র
গান বাজনা অপছন্দ। গরম অসহ্য বামপাশে চেপে শুতে ভালোবাসে। বাতের ব্যথা ঠান্ডায় কমে। ঋতুজনিত পেটের ব্যথা গরমে কমে।সামান্য নড়াচড়ায় বৃদ্ধি। প্রবল রক্তস্রাবের সঙ্গে কাল কাল রক্তের চাপ। গর্ভবতী না হইয়াও মনে করে সন্তান পেটে (থুজা, সালপার)
Sabina : বৃদ্ধি :সামন্য নড়াচড়া, গরম ঘরে,গর্ভাবস্হায়। সন্তান প্রসবের পর, সঙ্গীতে,
Sabina : উপশম :ঠান্ডা ও মুক্ত হাওয়ার, শ্বাসত্যাগকালে ও ঠান্ডায় মুক্ত বাতাসে ।
স্যাবাইনা ঔষধটি অসাধারণ ক্ষমতা রয়েছে। যে সকল গর্ভবতী মা, বোনেরা, গর্ভবতী অবস্হায় ৩য় মাস থেকে ৫ম মাসের মধ্যে গর্ভস্রাব হওয়ার লক্ষণ দেখা দেয়। তখন ঔ অবস্থায় সেবাইনা ঔষধটি সেবনে মা, বোনেরা গর্ভপাত থেকে রক্ষাপায়। ফলে গর্ভিণীসহ সকল আত্মিয়ের মুখে হাসি ফোঁটায়। আশার আলো দেখায় স্যাবাইনা।
Condylomata fish brine odor with,Condylomatta penis ,butternut shaped hard greyhound on the dorsum of the penis.
একমাত্র ঔষধ,স্যাবাইনা এবং
ফার্ষ্টগ্রেড।
গর্ভস্রাব নিবারনের যে কয়টি ঔষধ আছে স্যাবাইনা তার মধ্যে একটি অন্যতম ঔষধ।
ঔষধটিতে তৃতীয় মাসে গর্ভস্রাব হয়। বেলেডোনায়ও তৃতীয় মাসে গর্ভস্রাব হয় ,তাই ঔষধ দুইটির সঠিক পার্থক্য বিচার করেই আমরা নির্বাচিত ঔষধটি প্রয়োগ করবো।
এখন প্রশ্ন হলো গর্ভস্রাব হওয়ার পূর্বে আমরা বুঝবো কিভাবে যে এখন গর্ভস্রাব হতে পারে এবং তা নিবারনের জন্য দ্রুত ঔষধ প্রয়োগ করতে হবে?
স্যাবাইনার স্ত্রীদের পূর্ব হতে যৌনযন্ত্র সমুহের কিছুদোষ থাকে যার ফলে গর্ভবতী হওয়ার আগেও ঘন ঘন দীর্ঘস্থায়ী এবং প্রচুর ঋতুস্রাবের ইতিহাস থাকে। গর্ভস্রাবের পূর্বে তীরবিদ্ধবৎ যন্ত্রনা,বা ছুরি দিয়ে কাটার মত যন্ত্রনা যোনিদ্বার থেকে জরায়ু পর্যন্ত বা নাভি পর্যস্ত শুরু হয়,যখন রক্তসঞ্চালন তন্ত্রের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং শরীরের সর্বত্র স্পন্দন অনুভুত হয় ,শিরাগুলিতে পুর্নতাবোধ ও স্ফীত হয়। তখন স্যাবাইনার এই লক্ষনগুলি উপস্থিত হয় ,তখন দ্রুত স্যাবাইনা প্রয়োগ না করিলে ঝিল্লিগুলি ফেটে যায় এবং ডিম্বানুনির্গত হয়, এভাবেই গর্ভস্রাব হয়েযায়।
কিন্তু বেলেডোনায় স্যাবাইনার মত উদ্ধদিকে তীরবেগে ধাবনশীল যন্ত্রনা হয়না, বরং তার বিপরীত নিন্মমুখী ঠেলামারা যন্ত্রনা,স্পর্শকাতরতা,এবং যন্ত্রনা হঠাৎ আসে আবার হঠাৎ যায়,এভাবে কিছুক্ষন চলার পর যন্ত্রনা সকল দিকে তীরবেগে ধাবিত হয়,তখনও লক্ষন সাদৃশ্য বেলেডোনা প্রয়োগ না করলে উজ্জ্বল লাল গরম সাথে চাপ চাপ রক্তস্রাব দেখাদেয় এবং গর্ভস্রাব হয়ে যায়।
সময় মত ঔষধ প্রয়োগ করতে পারলে জরায়ুর স্বাভাবিক ক্রিয়া পুনঃস্থাপিত করে এবং গর্ভস্রাব নিবারন করে।
Mobile-01977586635